Home বিনোদন ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে ,ছোট চরিত্রও

ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে ,ছোট চরিত্রও

- Advertisement -

ইয়ামি গৌতম বলেন ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে ছোট চরিএও।তিনি নতুন সিনেমা ‘গিন্নি ওয়েড সানি’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।এর আগে ‘উড়ি’ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যায় তাঁকে। কিন্তু সেই চরিত্রটিই তাঁর ক্যারিয়ারে এত বড় প্রভাব ফেলবে সেটি ইয়ামি নিজেই বুঝতে পারেননি।

নতুন সিনেমায় ইয়ামিকে দেখা যাবে বিক্রান্ত মাসের বিপরীতে। সম্প্রতি সামনে এসেছে ইয়ামি গৌতমের লেহেঙ্গা পরা একটি ছবি। এ সিনেমায় দেখা যাবে,

- Advertisement -

জিনির বিয়ের সম্বন্ধ ঠিক হয় সানির সঙ্গে। কিন্তু সানিকে এক কথায় খারিজ করে দেয় জিনি। এরপর জিনির মায়ের সঙ্গে হাত মিলিয়ে কীভাবে তাঁর মন জয় করে সানি সেই গল্প দেখা যাবে বড়পর্দায়। যেহেতু আর পাঁচজন কনের মতো নয় জিনি, তাই তাঁর বিয়ের লেহেঙ্গা লাল করতে চাননি পরিচালক পুনীত খান্না।

 

- Advertisement -