Home বিনোদন ‘খান’দের চেয়ে এগিয়ে অক্ষয়

‘খান’দের চেয়ে এগিয়ে অক্ষয়

- Advertisement -

বলিউড মানেই ‘খান’দের দাপট। এমনটাই হয়ে আসছিল অনেকবছর। কিন্তু সেই দাপুটে ‘খান’দের দাপট এখন কমছে নিয়মিত। সিনেমার গল্প নিয়ে সমালোচনা ও বক্স অফিসে লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এটি যখন সবার আলোচনার বিষয় তখন একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন অক্ষয় কুমার।

খানদের দাপুটে তকমা তাঁর নামের আগে না থাকলেও খানদের সমসাময়িক এই তারকার ক্যারিয়ারে সফলতার গল্প কম নয়। আর এখন তো খানদের চেয়ে এগিয়ে তিনি। পরপর সবগুলো সিনেমা হিট তাঁর। বছরে প্রায় তিন থেকে চারটি তাঁর ছবি বাঁধা-ধরা।

- Advertisement -

মিশন মঙ্গলের ট্রেলার জয়ের পরই তাঁর পরবর্তী সিনেমার নাম ঘোষণা করে দিলেন অক্ষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন ছবি ‘বচ্চন পান্ডে’র একটি চরিত্রের ফার্স্টলুক পোস্ট করেন অক্ষয়। পরিচালক ফারহাদ সামজির ‘বচ্চন পান্ডে’ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

ইত্তেফাক

- Advertisement -