Home ক্রিকেট ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এখন ঢাকায়

ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এখন ঢাকায়

- Advertisement -

দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টে পেসারদের নিয়ে কাজ করছেন। ফিটনেস কোচও আছেন দলের সঙ্গে। এবার ঢাকায় পৌঁছেছেন সম্প্রতি নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

ধারণা করা হচ্ছে, আগামীকাল জাতীয় দলের বহরের সাথে চট্টগ্রাম যাবেন জুলিয়ান। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের। ওই টেস্টকে সামনে রেখে দল নিয়ে কাজ করবেন নতুন ফিজিও।

- Advertisement -

আফগানিস্তানের বিপক্ষে একটিই টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে টাইগারদের।

- Advertisement -