Home জেলার খবর ঢাকা বিভাগ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১২

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১২

- Advertisement -

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাস চালক লতিফ মিয়া, ব্যবসায়ী তাওহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, সকাল ৯টার দিকে আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

- Advertisement -