Home চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৩

- Advertisement -

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় পাহাড় ধসে এক শিশু ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় ফয়েজ আহমদের ছেলে দিদারুল আলম (৩২), সদর আলীর ছেলে আমীর আলী (৩৩) ও বাচা মিয়ার ছেলে মো. রাকিব (১১)। দিদার ও আমীর আলী মাটি কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এসময় বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। প্রাথমিকভাবে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, পাহাড় ধসে তিনজন মারা গেছেন।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৩৪ জনের মতো প্রাণহানি ঘটে। এর মধ্যে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নিহত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

- Advertisement -