Home জাতীয় জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। এই আস্থা ধরে রাখতে সততার সাথে কাজ করে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানালেন তিনি। দুপুরে গণভবনে, তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায় এসব বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণভবনে শুক্রবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। শুরুতেই দলীয় সভানেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

- Advertisement -

ছবিঃ ফোকাস বাংলা

আলোচনার শুরুতেই, পঁচাত্তর পরবর্তী সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে সম্মানিত একটি সংগঠন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে। জনকল্যাণে সততার সাথে কাজ করে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

- Advertisement -