Home খেলা বিতর্কিত আউট : অশ্বিনের সঙ্গে হাত মেলাননি বাটলার

বিতর্কিত আউট : অশ্বিনের সঙ্গে হাত মেলাননি বাটলার

- Advertisement -

জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে সোমবার রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের আলোচিত মুহূর্ত এখন রবিচন্দ্রন অশ্বিনের হাতে জস বাটলারের চূড়ান্ত বিতর্কিত রান আউট।

১৩তম ওভারের শেষ বল করতে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল করতে গিয়ে দেখলেন উইকেট ছেড়ে বেড়িয়ে আছেন নন স্ট্রাইকে থাকা বাটলার। বল না করে স্টাম্প ভেঙে দিলেন। হতভম্ব বাটলারের দুশ্চিন্তা বাড়িয়ে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চাইলেন। আউট! ব্যস, জমে উঠল বিতর্ক।

- Advertisement -

‘মানকাড়’ আউট ইদানীং আর খুব একটা বিরল দৃশ্য নয়। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল ২০১৬ বিশ্বকাপেই এমন কাণ্ড করেছিল। সেবার যে কারণে আলোচনা হয়েছিল, এবারও সে কারণেই আলোচনা। সাধারণত এভাবে কাউকে আউট করার আগে ব্যাটসম্যানকে সতর্ক করে দেওয়ার ভদ্রতা দেখানো হয়। কিন্তু অশ্বিন প্রথমবারেই এ কাজ করেছেন।

ম্যাচের শেষে রাহানে বাটলারের আউট প্রসঙ্গে বলেন, কোন বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করব না, যা সিদ্ধান্ত নেওয়ার, ম্যাচ রেফারি নেবেন। তবে রাহানে যাই বলুন, ম্যাচ শেষে প্রথাগত করমর্দনের সময় অশ্বিনের সঙ্গে হাত মেলাননি বাটলার। তিক্ততা যে সহজে যাবে না, তা স্পষ্ট।

- Advertisement -