কাতারে করোনার টিকা পেতে অভিবাসীসহ সবাইকে রেজিস্ট্রেশনের আহ্বান

কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য স্থানীয় ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। গত রবিবার দেশটির সরকার বিনা মূল্যে টিকা দেয়ায় সব কাতার প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন টিকা নেওয়া প্রবাসীরা।

কাতারে গত ডিসেম্বর থেকে মানুষের দেহে প্রয়োগ ফাইজার-বায়োটেকের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত, বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগেভাগে টিকা দিচ্ছে দেশটির সরকার।

রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্য থেকে আপাতত ৫০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে করোনার টিকা আর বাকিরা পাবেন ধীরে ধীরে। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যা কাতারে। এরই মধ্যে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।