সুস্থ বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ঙ্কর’, রাজ-মিমিদের ট্যুইট

ফের ভোটের ময়দানে প্রত্যাবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থায় রাস্তায় নামলেন বাংলার ‘স্ট্রিট ফাইটার’। তিনি হুইল চেয়ারেই কামব্যাক করলেন তৃণমূলের প্রচার অভিযানে।

পায়ে চোট নিয়ে হাসপাতালে শুয়েই তিনি বলেছিলেন যে, দরকার হলে হুইল চেয়ারে বসেই প্রচার করবেন। আর সেটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ভোটের ময়দানে প্রত্যাবর্তন করলেন মমতা৷ রাস্তায় নামলেন বাংলার ‘স্ট্রিট ফাইটার’৷

হুইল চেয়ারেই তিনি গতকাল ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে হাজরায় তৃণমূলের মিছিলে নেতৃত্ব দিলেন। রবিবার ছুটির দুপুরে ভাঙা পায়ে হুইল চেয়ারে বসেই ভোটের ময়দানে নিজের উপস্থিতি জানিয়ে দিলেন মমতা। মমতাকে ফের স্বমহিমায় দেখে উচ্ছ্বসিত দলের কর্মী থেকে প্রার্থী ও মন্ত্রীরা।