মালয়েশিয়ায় লরি-প্রাইভেটকারের সংঘর্ষে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় স্থানীয় সময় গত রবিবার সকাল ১০টার দিকে লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি।

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সিক জেলার জালান জেনিয়াংয়ের একটি মহাসড়কে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল (৩২)।

এ প্রসঙ্গে স্থানীয় সিক জেলা পুলিশ প্রধান, ডিএসপি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে লরিটি জালান জেনিয়াং জংশন থেকে রাস্তায় নেমে আসার সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং লরিটি সময়মত থামাতে পারেনি বিধায় প্রাইভেটকারের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় লরির চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

উক্ত ঘটনায় প্রাইভেটকারে থাকা ৩ জন আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সিক হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আলোস্তার সুলতানা বাহিয়া হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে।