আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি বিজিবি সদর সেক্টরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। কারো কোনো সমস্যা থাকলে পুলিশ প্রশাসনের পাশিপাশি অন্যান্য সংস্থা কাজ করছে। তাদের সহযোগিতা চাইতে হবে। যারাই আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটাচ্ছে অভিযোগ করে মো. জাহাঙ্গীর আলম বলেন, তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়াকে এই অপপ্রচারকে প্রতিহত করতে হবে।
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘এটা শুধু বাংলাদেশের ক্ষেত্র নয়, সারা বিশ্বের জন্য করেছেন। অনেক দেশকে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কিছু বলব না, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। তারা এ বিষয়ে ভালো বলতে বা কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে বলতে পারবে। আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাছড়ির বাঘাইহাট বিজিবি ব্যাটালিয়ন ও সাজেকের বিওপি পরিদর্শন করেন।






