Home বরিশাল বিভাগ বরিশাল চেয়ারম্যানকে গুলি করে হত্যা: আটক ৫, দুই পুলিশ ক্লোজড

চেয়ারম্যানকে গুলি করে হত্যা: আটক ৫, দুই পুলিশ ক্লোজড

- Advertisement -

বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটায় ইউনিয়নের কারফা বাজারে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

- Advertisement -

এ ঘটনায় তাঁর সহযোগী নিহার হালদার নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। এছাড়া এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, শনিবার দুপুর পর্যন্ত সিরাজ সিকদার, ইউ‌নিয়ন প‌রিষ‌দের সা‌বেক ইউ‌পি সদস্য তাইজুল ইসলাম পান্না, আইয়ুব আলী, হরষিত রায়সহ পাঁচজন‌কে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন বিষয় সামনে বেরিয়ে আসছে। সবগুলো বিষয় আমরা পর্যালোচনা করে দেখছি।

এছাড়া তিনি আরো জানান, ইউ‌নিয়‌নের কুড়ু‌লিয়া পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ‌মিজান ও এ‌বি ইউসুফ‌কে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, শনিবার সকাল থেকেই উজিরপুরের কারফা বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী। কারফা বাজা‌রের কলেজ রোড এলাকার বেশ ক‌য়েক‌টি দোকান ভাংচুর ও সোহাগ সরদার নামে একজ‌নের তিনতলা এক‌টি ভব‌নে আগুন ধ‌রি‌য়ে দেয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস এবিষয়ে জানান, এখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনেকেই অবস্থান নেন।

শনিবার বেলা সোয়া ২টার দিকে নিহত চেয়ারম্যানের মরদেহ ময়নাতদন্ত শেষে জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে সহস্রাধিক মানুষ তার মরদেহ ঘিরে অবস্থান নেয়।

চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উজিরপুরের ইচলাদীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

ব‌রিশাল-১ আস‌নের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ মর‌দেহ দেখ‌তে জল্লা ইউ‌নিয়ন আই‌ডিয়াল ক‌লেজ মাঠে আ‌সেন এবং স্থানীয়‌দের সঙ্গে কথা ব‌লেন। এসময় স্থানীয়রা চেয়ারম্যানের হত্যাকারী‌দেরে ফাঁ‌সি দাবি ক‌রেন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুর ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার। এ ঘটনায় ‌নিহ‌তের বাবা সুখলাল হালদার বাদী হ‌য়ে উ‌জিরপুর থানায় হত্যা মামলা করে‌ন।

বাংলাদেশ সময়ঃ ১৭২৬ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -