চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ছাত্রলীগ নেতা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের নগর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইমন রনি নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।গতকাল রাত ১০টার দিকে নগরের বায়েজীদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন রনি ছিলেন বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা যায়, ইমন রনি ও তার বন্ধুরা মিলে আরেফিননগর এলাকায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইমনের মরদেহ ঘিরে তার অনুসারীরা রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে জড়ো হন। এ সময় তারা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান।

এ প্রসঙ্গে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সোহেল গ্রুপ ও রিপন গ্রুপের মধ্যে মারামারি হয়। ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’