করোনা পরিস্থিতিতে ক্রিকেট চান না ওয়াকার ইউনুস

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে এক বছর। আইপিএল কবে হবে সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও কর্মকতারা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামেই হোক ক্রিকেট। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেটের পক্ষপাতী নন।

পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে ক্রিকেট ফেরানোর মত দিয়েছেন পাকিস্তানের এই সাবেক পেসার। তাঁর ধারণা ৫-৬ মাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনকার পরিস্থিতি ক্রিকেটের উপযোগী নয় বলেও মনে করেন তিনি।

এখনই টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা উঁকিঝুঁকি মারছে। তবে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচিতেই হবে।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী হবে। ওয়াকারও টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেছেন, ‘আমি যখন পাকিস্তানের হয়ে খেলতাম বা জাতীয় দলকে কোচিং করিয়েছি, তখন থেকেই চাইতাম পাকিস্তান বড় কোনও আইসিসি টুর্নামেন্ট জিতুক। সেই কারণেই এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমার এবং আমার দলের কাছে খুব গুরুত্বপূর্ণ।’ আমাদের টি-২০ দলটি বেশ ভারসাম্যপূর্ণ। শিরোপা জয়ের দাবি রাখে।