চলতি মৌসুমে আর দেখা যাবে না স্ট্রাইকার কাভানিকে

শেষ হতে চলল উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির পিএসজি অধ্যায়। প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগের বাকি মৌসুমে কাভানিকে আর দেখা যাবে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে জানা গেছে, আগামী ৩০ জুন পিএসজির সাথে শেষ হতে যাওয়া বর্তমান চুক্তি আর বাড়াচ্ছেন না উরুগুয়ের এই আন্তর্জাতিক তারকা। সূত্রটি জানিয়েছে কাভানি তার নতুন প্রকল্পের দিকে মনোনিবেশ করতে চাইছে। সে কারণেই প্যারিসের জায়ান্টদের সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই ক্লাব ছেড়ে চলে যেতে চাচ্ছেন।

ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। আগামী আগস্টে লিসবনে সিঙ্গেল লেগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স লিগের বাকি মৌসুম অনুষ্ঠিত হবে। পিএসজির হয়ে কাভানি সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন।