করোনাঃ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

মহামারী করোনার কারণে আগামী কয়েক সপ্তাহ অস্ট্রেলিয়ায় সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের এ ঘোষণায় অক্টোবরে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর সেদেশে আয়োজনের পরিবেশ আছে কিনা, স্কট মরিসনের ঘোষণার পর তা নিয়েই দোটানায় থাকতে হচ্ছে।

অস্ট্রেলিয়ার বেশ কিছু রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নানা মহলের সমালোচনা সত্ত্বেও সেখানে যথাসময়ে বিশ্বকাপ আয়োজনে মরিয়া আইসিসি। কয়েক দফা বৈঠক করেও এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী সপ্তাহে আবারও সভায় বসবে আইসিসি’র বোর্ড।