ক্যারিশম্যাটিক বোলিংয়ে নজির গড়লেন আফগানিস্তানের মোহম্মদ নবি

মোহম্মদ নবি আফগানিস্তান ক্রিকেটের বড় নাম। যখন আফগান ক্রিকেট হাতিখড়ি তখনও সবাই এই মোহম্মদ নবিকে চিনতো। কারণ বিশ্ব ক্রিকেটে আফগানিস্তের পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে মোহম্মদ নবির ভুমিকা ব্যাপক। তিনি তার একক ক্যারিশমায় বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। বয়স ৩৫ বছর পেরিয়েছে, কিন্তু তাতে বোলিংয়ে ধার এতটুকু কমেনি আফগান স্পিনার মোহম্মদ নবির। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন নবি।

সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন নবি। পাঁচটি ভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন নবি।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আর বিগ ব্যাশ লিগ এবং ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন কীর্তি গড়লেন তিনি।