আইসিসি প্রকাশ করলো দশক সেরা টি-টোয়েন্টি একাদশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টির দশক সেরা একাদশ ঘোষণা করেছে। গতকাল রবিবার দুপুরে এই দশক সেরা একাদশ ঘোষণা করা হয়।

বাংলাদেশের কোনো ক্রিকেটার টি-টোয়েন্টির দশক সেরা একাদশে না থাকলেও ওয়ানডের দশক সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

আইসিসির সম্প্রচারকদের ও ভোটিং অ্যাকাডেমির সাংবাদিকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। তারা ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল বেছে নিয়েছেন।

আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মাহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক ও অধিনায়ক), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।