আইন লঙ্ঘন করায় শাস্তির মুখে পেইন

বর্ণবাদের মতো ন্যক্কারজনক ঘটনায় কলঙ্কিত অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট। যদিও এ ঘটনায় অসি ক্রিকেটারদের কারও দায় নেই। তবে সিডনি টেস্টে ভারতের বিপক্ষে তৃতীয় দিনের খেলায় আইসিসির আচরণবিধির লেভেন ওয়ান লঙ্ঘন করায় শাস্তি পেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গ দ্বিমত পোষণ’ সম্পর্কিত খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য তৈরি আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর অনুচ্ছেদ লংঘন করেছেন পেইন। আর এই বিধি ভাঙলে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্তের বিধান রয়েছে।

অসি অধিনায়ক টিম পেইনের ডিসিপ্লিনারি রেকর্ডে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসে এই ধরনের অপরাধ একটাই করেছেন অজি অধিনায়ক। অপরাধ স্বীকার করে পেইন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই।