অবশেষে পেলাম ক্যাপটি: সাকিব

গেল ১০ বছরের সেরা ওয়ানডে দল বানানো হবে, আর তাতে বিশ্বসেরা অলরাউন্ডের সাকিব থাকবেন না, ব্যাপারটা অচিন্তনীয়ই। গত ডিসেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) দশক সেরা পুরুষ টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে দশকসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলে জায়গা করে নেয়ার পর আইসিসি থেকে বিশেষ একটি ক্যাপ দেয়া হয়েছে সাকিবকে। রবিবার নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সেই ক্যাপ পরে একটি ছবি পোস্ট করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, অবশেষে পেলাম ক্যাপটি।

দশকের সেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার) (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।