টি-টেন লিগ খেলতে আবুধাবিতে গেলেন আফিফ-মেহেদী

সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া টি-টেন লিগ খেলতে আবুধাবি গেলেন বাংলাদেশি ক্রিকেটার আফিফ এবং মেহেদী। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর পরই দুবাইয়ের বিমান ধরেন তারা।

সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই লিগে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মেহেদী হাসান। এ দলের আইকন ক্রিকেটার হলেন আফিফ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তারা।

এদিকে, টেস্টের প্রাথমিক দলে নাম থাকায়, টি-টেন লিগ খেলার অনুমতি পাননি পেসার তাসকিন আহমেদ। আফিফ-মেহেদীর আগেই আবুধাবিতে নিজ নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে ২৩ তারিখ দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া একই দলের আরেক ক্রিকেটার মুক্তার আলীও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর পুনে ডেভিলসের হয়ে খেলতে আবুধাবি পৌঁছেছেন নাসির হোসেন।