চেন্নাই টেস্টে ইংলিশদের বিপক্ষে ভারতের লজ্জার হার

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত। ইংলিশদের দেয়া ৪২০ রানের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। চেন্নাই টেস্টে চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে। শেষদিনে জয়ের জন্য তাদের দরকার ছিল ৩৮১ রান। হাতে উইকেট ছিল ৯টি। রোহিত ছাড়া পুরো দল তখনও ছিল লড়াই করার জন্য। তবে শেষদিনের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের।

শেষদিনের প্রথম সেশন থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার প্রতিযোগিতা শুরু হয়। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যায় ভারত। ক্রিজে ছিলেন অধিনায়ক কোহলি ও অশ্বিন। লাঞ্চ বিরতি থেকে ফিরেও বেশিক্ষণ তারা স্থায়ী হতে পারেননি। উইকেটের একপাশ বিরাট আগলে রাখলেও ৭২ রান করে স্টোকসের বলে বোল্ড হন কোহলি। তার আগেই আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। সে করেছে মাত্র ৯ রান।

কোহলি ও অশ্বিনের বিদায়ের পরেই একে একে আল-আউট হয়ে যায় ভারত। ১৯২ রানে থামে তাদের ইনিংস। সফরকারী ইংলিশরা জিতে যায় ২২৭ রানে। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ নিয়েছেন ৪টি উইকেট। জেমস এন্ডারসন মাত্র ১১ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া স্টোকস, বিস ও আর্চার একটি কিরে উইকেট নিয়েছে।