বেশ চাপে আছেন বিরাট, ছাড়তে পারেন অধিনায়কত্ব: মন্টি পানেসার

বেশ চাপে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন জাতীয় দলকে টেস্ট জেতাতে না পারায় চাপে পড়েছেন এ ক্রিকেটার। এমনটা মনে করেন ইংল্যান্ডের একসময়ের তারকা স্পিনার মন্টি পানেসার। বিরাট টানা চার টেস্টে অধিনায়ক হিসাবে হেরেছেন। অপরদিকে, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পাচ্ছেন অজিঙ্কা রাহানে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বলেন, ‘কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে জাতীয় দল তাঁর নেতৃত্বে ভালো খেলতে পারছে না। শেষ চার টেস্টেই দেখা গেছে বিষয়টি। আমার মনে হয় কোহলি দারুণ চাপে। কারণ ভারত রাহানের নেতৃত্বে দারুণ খেলেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত এরই মধ্যে টানা চার টেস্ট কোহলির নেতৃত্বে হেরেছে। সেই সংখ্যাটা পাঁচে পৌঁছালে কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবে। এমনটাই মনে হচ্ছে।’

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৭ রানে হারে ভারত। প্রথম টেস্টের বিষয়ে পানেসার বলেন, ‘ইংল্যান্ডের এই জয় অবিশ্বাস্য। টেস্টের পাঁচদিনই ওরা যা খেলেছে তাতেই পরিষ্কার ইংল্যান্ডের আত্মবিশ্বাস কোন জায়গায় রয়েছে। জো রুট যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে ওর প্রশংসা প্রাপ্য। দলের প্রত্যেকেই জয়ে অবদান রেখেছে। এটাই দলগত খেলায় প্রয়োজন। এই মুহূর্ত দীর্ঘ সময় জমিয়ে রাখতে হবে।