আবারও টাইগারদের ডেরায় স্পিন কোচ ভেট্টোরি

স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির উপর আস্থা বিসিবির। নিউজিল্যান্ড সফরে এই কিউই কোচের সঙ্গে তিন সপ্তাহের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, দুই বছর আগে নিউজিল্যান্ডের গ্রেট স্পিনার ড্যানিয়েল ভিট্টোরির সাথে দৈনিক আড়াই হাজার ডলারের বিনিময় ১০০ দিনের চুক্তি হয় বিসিবি’র। চুক্তি অনুযায়ী ৬০ দিনের কাজও সম্পন্ন করেছেন এই কিউই। কিন্তু বিশ্বজুড়ে করোনার হানায় দেশে ফিরে যান ভেট্টোরি। চুক্তির বাকি ৪০ দিন ঝুলে আছে। করোনার কারণে কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসেননি ড্যানিয়েল। জোর গুঞ্জন ওঠে ভেট্টোরির জায়গায় অন্য কাউকে খুঁজছে বিসিবি। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল সফর করায়, ব্যাটে বলে বেশ মিলে গেছে। তাই আবারও ভেট্টোরিকে ভেড়ানো হলো বাঘের ডেরায়।

এদিকে, গত বছরে লঙ্কান ক্রিকেট বোর্ডের আপত্তিতে স্থগিত হয় বাংলাদেশের সফর। কিন্তু এপ্রিলে টাইগাররা যাবে লঙ্কায়। দুটি টেস্ট ক্যান্ডির ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে এসএলসি। মিটেছে কোয়ারেন্টিন জটিলতাও।