করোনা পজিটিভ খবরে পরিত্যক্ত হলো প্রথম ওয়ানডে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে গতকাল শুক্রবার সকালে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল মাঠে নামে। টসে জিতে ফিল্ডিং নেয় আইরিশরা। শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও পরে সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

ম্যাচ চলাকালে বাংলাদেশ ইমার্জিং দল ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলতেই খবর আসে আইরিশ পেসার রোহান প্রিটোরিয়াসের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবরের সঙ্গে সঙ্গে খেলা বন্ধ হয়ে যায়।

উলেখ্য ,গত বৃহস্পতিবার পুরো দলের করোনা টেস্ট করা হয়। কিন্তু এর রেজাল্ট পাওয়া গেলো ম্যাচ চলাকালীন অবস্থায়। পরে অন্য ক্রিকেটারদের কাছ থেকে আলাদা করে দ্রুত তাকে হোটেলে পাঠানো হয়।

যেহেতু ম্যাচ চলাকালে খবর এলো আইরিশ এক ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ কারণেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ।