কোহলি-রোহিতের লড়াই দিয়ে শুরু হবে এবারের আইপিএল

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে ২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচটি হবে ০৯ এপ্রিল। পুরো টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ৬ ভেন্যু- আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতায়। টুর্নামেন্ট ‘ক্লোজড ডোরে’ শুরু হবে বলে নিশ্চিত করেছে ভার বিসিসিআই। পরে পরিস্থিতি বিবেচেনা করে দর্শক সমাগমের বিষয়টি নিয়ে দেখবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের প্লে-অফের ম্যাচগুলো। ২৫, ২৬ ও ২৮ মে’র প্লে-অফ ছাড়াও ৩০ মে’র ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় এই স্টেডিয়ামে। লিগ পর্বের খেলা চলবে ২৩ মে পর্যন্ত।

আইপিএলের ৫৬টি ম্যাচের মধ্যে ১০টি করে হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে। দিল্লি ও আহমেদাবাদে হবে ৮টি করে। অপরাহ্নের ম্যাচ হবে স্থানীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে। সন্ধ্যা ম্যাচ হবে স্থানীয় সময় ৭.৩০ মিনিটে।