দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার পাল্লেকেলে টেস্টে ১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে সফরকারী বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো শুরুটা এবারও ভালো হয়নি টাইগারদের। শুরুতেই হোঁচট খেয়েছেন ওপেনার সাইফ হাসান। প্রথম ইনিংসে শূন্য রানের পর এবার তার নামের পাশে মাত্র ১ রান। এছাড়া প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তও ফিরে গেছেন শূন্য রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ২৬ রানে। তাকে সঙ্গ দিতে নেমেছেন অধিনায়ক মুমিনুল।

এর আগে টাইগারদের করা ৫৪১ রানের জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ম্যাচের পঞ্চমদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে শ্রীলঙ্কা। যার ফলে এক সেশনেই তারা ছাড়িয়ে যায় বাংলাদেশের ৫৪১ রানের সংগ্রহ। তবে সকাল রাঙিয়েছে বাংলাদেশি বোলাররাও। পুরো টেস্টে প্রথমবারের মতো কোনো সেশনে পাঁচটি উইকেট তুলে নিয়েছে তাসকিন-এবাদতরা।

লঙ্কানদের হয়ে অধিনায়ক করুণারত্নে করেন ২৪৪ রান। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ১৬৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া তাইজুল ২টি এবং এবাদত ও মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।