দুই বলে দুই মাইলফলক ডেভিড ওয়ার্নারের

ভারতের জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বুধবারের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করেছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

হায়দরাবাদের ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে মাইলফলকগুলো স্পর্শ করেছেন হায়দরাবাদ অধিনায়ক। লুঙ্গি এনগিদির করা ওই ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড এবং পাকিস্তানের শোয়েব মালিক এই কীর্তি স্পর্শ করেছিলেন।

১৫তম ওভারের পঞ্চম বলেই আরো একটি মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। ওই বলে ছক্কা হাঁকিয়ে আইপিএলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ২০০টি ছক্কার মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩৫৪ ছক্কা নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইল। ২৪৫ ছক্কা হাঁকানো এবি ডি ভিলিয়ার্স রয়েছেন দ্বিতীয় স্থানে।