বিসিবি ক্রিকেটারদের ২ কোটি টাকা সহায়তা দেবে

করোনাভাইরাসের সংক্রমণের মাঝে গত বছর স্থগিত করা হয় দেশের সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট। ক্রিকেটাররা এরপর থেকে অভাব অনাটনে দিন পার করতে থাকেন। এরই মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্রিকেটাররা আবারও জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে খেলা ফিরতে থাকেন। এতে ক্রিকেটারদের স্বচ্ছলতা ফিরার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের তাও বন্ধ হয়ে যায়।

সেই কারণে চুক্তির বাইরে থাকা ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২ কোটি টাকার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি।

বোর্ডের প্রনোদনার অংশ হিসেবে এই দুই কোটি টাকা পাবেন ১ হাজার ৭২০ জন ঘরোয়া ক্রিকেটার যার ১৪৩২ জন পুরুষ ক্রিকেটার ও ২৮৮ জন নারী ক্রিকেটার রয়েছেন।