মুন্সীগঞ্জের অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের আয়োজনে এ ম্যারাথন দৌঁড় উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এ ম্যারাথনে মোট দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে দৌঁড় শুরু হয়ে শ্রীনগরের সমসপুর হয়ে পাঁচ কিলোমিটার এলাকা ঘুরে আবার টোলপ্লাজায় এসে পৌঁছান প্রতিযোগিরা। গন্তব্যে পৌঁছানো প্রথম থেকে ২০তম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। বাকিদের সনদ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ শিকদার, মেদেনিমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ।