নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় নারীসহ ২ ছিনতাইকারী আটক

গতকাল রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের সময় এক নারীসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনা ঘটে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ৫ নাম্বার ব্রিজ এলাকায়। আহত সগির মিয়া নরসিংদীর খিলগাঁও এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে। আটককৃতরা হলেন- মাধবদীর আলগী এলাকার ইউসুফ মিয়ার ছেলে মো. আল-আমিন ও বালুসাইর এলাকার সাইফুল ইসলামের মেয়ে হামিদা আক্তার।

এতে পুলিশ জানায়, ছিনতাইকারীরা সগির মিয়ার অটোরিকশা ভাড়া করে নরসিংদীর থেকে মাধবদীর ফুলতলা দিকে যাচ্ছিল। নরসিংদী-মদনগঞ্জ (সাবেক রেললাইন) সড়কের ৫নং ব্রিজ এলাকায় আসলে অটোরিকশা থামাতে বললে চালক তাদের কথায় রাজি না হলে ছিনতাইকারীরা সগিরকে চাপাতি দিয়ে বাম হাতে কুপিয়ে জখম করে। ওই সময় কয়েকজন মোটরসাইকেল যোগে নরসিংদী দিয়ে আসার সময় অটোরিকশা চালককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। পরে তারা ছিনতাইকারীদের পিছু নেন। ছিনতাইকারীরা নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে জনতার হাতে ধরা পরে। এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের গণ ধোলাই দিয়ে ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। সে সময় ২ ছিনতাইকারীকে আটক করলেও বাকি ২ সদস্য পালিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, অটোরিকশা চালককে বাম হাতে জখম ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নরসিংদী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, যাত্রীবেশে এক অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীরা অটো চালক সগিরকে চাপাতি দিয়ে বাম হাতে কুপিয়ে জখম করে। খবর পেয়ে চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।