উপ-নির্বাচন: ঢাকা-১৮ আসনে ভোটাদের উপস্থিতি নেই বললেই চলে

ঢাকা-১৮ উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে । ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকে সরেজমিনে ঢাকা-১৮ এর বিভিন্ন বুথ ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। নেই বললেই চলে।

সকাল সাড়ে ৮টার পরে রাজধানীর আইইএস স্কুল এন্ড কলেজের দুই বুথ ঘুরে কোন ভোট পড়তে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেখা গেছে।

আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য হয়। আজ সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনেও ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়।