আবারও পিছিয়েছে ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা প্রতারণার মামলায় ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আজ মঙ্গলবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন তারিখ ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। জানা যায়, এ পর্যন্ত মামলার ৪০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য গত বছর ২০ আগষ্ট ডাক্তার সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। এর আগে ৫ আগষ্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী চার্জশিট দাখিল করেন।

মামলা সুত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় জেকেজি হেলথকেয়ার নামক একটি প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশ রিপোর্টই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এবং তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।