ঢামেক সার্জনদের ‘আইলোরে নয়া দামান’ নাচ ভাইরাল (ভিডিও সহ)

দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন গত এক বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলায় তাদের এই কষ্ট বেড়েই চলেছে। এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক মহামারীতে নিজেদের মনোবল ধরে রাখতে ভিন্ন পন্থা বেছে নিলেন। প্রকাশ করলেন নাচের একটি ভিডিও। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডরে অপারেশন থিয়েটারের অ্যাপ্রন পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন তিন চিকিৎসক। তাদের একজন তরুণ, বাকি দুজন তরুণী।

নাচের এই ভিডিও গত সোমবার ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লেখেন ‘কভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ’।

হাছন রাজার লেখা ‘নয়া দামান’ গানটি। কিছুদিন আগে তসিবা ও মুজা এই গানে কণ্ঠ দেন। ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস, ডা. আনিকা হোসাইন খান এ জুটির গাওয়া গানের সঙ্গেই পারফর্ম করলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন