রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর জন্য কাজের ব্যবস্থা করলো পুলিশ

তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর বেশ কয়েকজন মানুষের জন্য রাজবাড়ীতে বসবাসরত কর্মসংস্থানের ব্যবস্থা করলো পুলিশ। শনিবার(২৭/১২/২০২) সকালে রাজবাড়ী পৌরসভার ইউ মাকের্টের তৃতীয় তলায় তাদের জন্য ‘উত্তরণ বিউটি পার্লার অ্যান্ড বুটিক হাউজ’র উদ্বোধন করা হয়। রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।

উদ্বোধন এর সময় হাবিবুরর রহমান বলেন, তাদের (হিজড়া) নিজস্ব কোনো পেশা নেই। উত্তরণ ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে এসব জনগোষ্ঠীর জন্য কিছু করা। সেই ধারণা থেকে রাজবাড়ীতে উত্তরণ বিউটি পার্লার অ্যান্ড বুটিক হাউজ উদ্বোধন করা হলো।

আর এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।