ফরিদপুরে উদ্বোধন করা হলো প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের চরভদ্রাসনে শুরু হলো ৪ দিনব্যাপী আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার বেলা ১১টায় দিকে উদ্বোধন করা হয় উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়েজন করে।

উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো: ফিরোজ আলী মোল্যা, উপজেলা উন্নয়ন সহায়ক মঞ্জুরুল সামাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসন, প্রতিদিন ৩০ জন করে ৪ দিনে মোট ১২০ জন মৎস চাষিকে প্রশিক্ষণ প্রদান করবেন।