যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্বশুর

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শ্বশুর। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের খড়কি গাজির দরগার মোড়ে এই ঘটনা ঘটে। আহত শ্বশুরের নাম জুয়েল। তিনি মুজিবর রহমানের ছেলে এবং চায়ের দোকানি। আহত অবস্থায় জুয়েলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘাতক জামাইয়ের নাম ইমন।

জানা যায়, গত বুধবার বিকেলে প্রতিদিনের মতো দোকানে চা বিক্রি করছিলেন জুয়েল। এ সময় মেয়ের জামাই ইমন তার দুই সহযোগীকে নিয়ে দোকানে আসেন। এরপর কোনও কথাবার্তা না বলেই শ্বশুরের পেটে ছুরি ঢুকিয়ে দেন। আহত জুয়েলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জুয়েল বলেন, ‘আমার জামাই ইমন একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারী। এ নিয়ে তার সঙ্গে আমার বিরোধ ছিলো। এ কারণে সে হয়তো আমাকে ছুরি মেরেছে।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘ছুরিকাঘাতে জুয়েলের অনেকটা ক্ষত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে ওটিতে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।’

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘জামাই শ্বশুরকে ছুরি মেরেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইমনকে ধরতে অভিযান চলছে।’