নড়াইলে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

গতকাল মঙ্গলবার বিকেলে নড়াইলে চাঁদা না দেওয়ায় মুজিবর রহমান (৫০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটে শহরের ধোপাখোলা এলাকায়। এ সময় দুর্বৃত্তরা লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে ওই ব্যবসায়ী জানান। মুজিবর মৃত সামাদ শেখের ছেলে। ঘটনার পর পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এতে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত ধোপাখোলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে হাঁটুতে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী জানান, মুখোশ পরিহিত ৪/৫ জন লোক দোকানে এসে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে পায়ে গুলি করে ক্যাশে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়।

এতে অন্য এক ব্যবসায়ী জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা নড়াইল পৌর এলাকার বাসিন্দা।

এ প্রসঙ্গে নড়াইল সদর থানার ওসি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।