চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-ব্যাটারীচালিত ভ্যানের সংঘর্ষে নিহত কৃষক

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পাখিভ্যানের (ব্যাটারীচালিত ভ্যান) যাত্রী ইউসুফ হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মঞ্জুরা বেগম (৬৩) ও শালিকা ফাহিমা খাতুন (৪০) আহত হয়েছেন। নিহত ইউসুফ ছিলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত রবগুল হোসেনের ছেলে।

এতে পুলিশ জানায়, ওই ৩ জন ডাকবাংলা বাজার থেকে পাখিভ্যানে চড়ে বাঘাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। হিজলগাড়ি পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস (বগুড়া চা ১১-০০১৭) ভ্যানটিকে ধাক্কা দিলে ৩ জনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। মাইক্রোবাস চালক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন কৃষক ইউসুফ হোসেনকে মৃত ঘোষণা করেন।