ব্যাংকের সামনে থেকে নাটকীয় কায়দায় টাকা ছিনতাই

জয়পুরহাট শহরের সোনালী ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা টার্গেটের অপেক্ষা। এরপর একটি চক্র টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে নাটকীয় কায়দায় ৪০ হাজার টাকা ছিনতাই করেছে। আজ রোববার (২৭ জুন) সকালে শহরের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিসি টিভির ফুটেজে দেখা গেছে একজন যুবক ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় শহরের কাশিয়াবাড়ী এলাকার আব্দুর রউফ নামে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হচ্ছিলেন। পরে তাকে টার্গেট করে ব্যাংকের অদূরে গতিরোধ করে। অনেকটা ফিল্মি কায়দায় ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

জয়পুরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুব আলম জিলানী বলেন, ব্যাংকের বাহিরে আরাফাত ট্রেডিং এর সামনে ঘটনাটি ঘটেছে। পরে আরাফাত ট্রেডিং ও ব্যাংকের সিসি টিভির ফুটেজে দেখা যায়।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, আমরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। চক্রটিকে ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।