অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

আগামী ২৫ ডিসেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার শাখায় মুক্তি পাচ্ছে হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন মুভি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। করোনা মহামারির কারণে কয়েকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। অবশেষে গত ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এটি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

আইএমডিবির র্যাঙ্কিয়ে প্যাটি জেনকিনসের চলচ্চিত্রটি ১০ এ পেয়েছে ৬ দশমিক ৯। এর আগে ২০১৭ সালে সুপারহিরো মুভি ‘ওয়ান্ডার ওমেন’ তৈরি করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

‘ওয়ান্ডার ওম্যান’র অভিনেত্রী গ্যাল গ্যাডট থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এও। ২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ মাত্র ১২০ মিলিয়ন বাজেটের ছবিটি ব্যবসা করেছিল ৮২১ মিলিয়নের বেশি। এরপর ভক্তরা অপেক্ষা করেছিলেন তার দ্বিতীয় সিনেমার জন্য।‘

ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তে ডায়নার চরিত্রে দেখা যাবে গ্যাল গ্যাডটকে। এছাড়াও, স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল।