Home বিনোদন ফের মা হতে যাচ্ছেন এশা দেওল

ফের মা হতে যাচ্ছেন এশা দেওল

- Advertisement -

দ্বিতীয় সন্তানের জননী হতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী এশা দেওল। দেড় বছর আগে এশা দেওল একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়ের নাম রেখেছেন আরাধ্যা।

এশা দেওল তার খুশির সংবাদটি জানান নিজের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে তার মেয়ে ছোট আরাধ্যার ছবি পোস্ট করেন আর পাশে লিখেন ‘আমি বড় বোন হতে চলেছি’। আরাধ্যার মাধ্যমে সবাইকে আগাম বার্তা দেন তিনি সন্তানসম্ভবা।

- Advertisement -

২০১২ সালে ভরতকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন এশা দেওল। তারা দুজন-দুজনাকে চিনতেন শৈশব থেকে। এরপর প্রেম থেকে বিয়েতে পরিণত হয়।

- Advertisement -