Home বিনোদন অবশেষে বিয়ে করছেন অনিমেষ-ভাবনা

অবশেষে বিয়ে করছেন অনিমেষ-ভাবনা

- Advertisement -

শোবিজ পাড়ায় গুণী নির্মাতা অনিমেষ আইচ ও জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। বরাবরই তারা বিষয়টি অস্বীকার করে এসেছেন। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু। তবে এবার ভালোবাসা দিবসে, প্রেম ও বিয়ের কথা স্বীকার করলেন অনিমেষ-ভাবনা দু’জনেই।

তারা জানান, তারা এখন দু’জন দু’জনকে ভালোবাসেন। আর তারা সারাজীবন একসঙ্গে থাকতে চান।  

- Advertisement -

অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি। অনিমেষ বিশাল মনের মানুষ। আমরা শুরুতে একে অপরের বন্ধু ছিলাম। একটা সময় সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।’

ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’। যা নির্মাণ করেছিলেন অনিমেষ আইচ। ছবির শুটিং করতে গিয়ে দুজনার মধ্যে ভালোবাসার শুরু। এর আগে, তারা শুধুই বন্ধু ছিলেন। নির্মাতা অনিমেষ তার এই ছবির প্রিমিয়ার শো করেন ভাবনার জন্মদিনে। বিষয়টি দারুণভাবে ভাবনাকে আকৃষ্ট করে। এরপর তারা একজন অন্যজনকে ভালোবাসার প্রস্তাব দেন চিঠির মাধ্যমে।

অনিমেষ আইচ বলেন, ‘ভাবনার সরলতা আমাকে মুগ্ধ করেছে। হৃদয়ে জন্ম দিয়েছে ভালোবাসার।’

বিয়ের বিষয়ে জানতে চাইলে দু’জনেই জানান, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

- Advertisement -