Home আন্তর্জাতিক ২০২০ সালের নির্বাচনে লড়ছেন না হিলারি

২০২০ সালের নির্বাচনে লড়ছেন না হিলারি

- Advertisement -

২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’

স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক টিভি স্টেশন নিউজ টুয়েলভকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন এ কথা জানান।

- Advertisement -

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়া হিলারি বলেন, ‘আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাসের পক্ষে কথা বলছি।’

ট্রাম্প প্রশাসনের নানা সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে এই মুহূর্তে যা ঘটছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

হিলারি আরও জানান, ডেমোক্র্যাটদের পক্ষে যারা আগামী প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন চান এমন বেশ কয়েকজন প্রার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন।

- Advertisement -