Home চট্টগ্রাম বিভাগ কুমিল্লা গণিতের দিনে সমাজ পরীক্ষা, নাজেহাল শিক্ষার্থীরা

গণিতের দিনে সমাজ পরীক্ষা, নাজেহাল শিক্ষার্থীরা

- Advertisement -

কুমিল্লা’র মুরাদনগর উপজেলার পূর্বধইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষার দিনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় এমনটাই ঘটেছে বলে অভিযোগ অভিভাবকদের।

একাধিক সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর (রবিবার) পূর্বধইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থীরাও। কিন্তু সেদিন ওই বিষযের পরীক্ষা না নিয়ে সোমবারের নির্ধারিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা নেন প্রধান শিক্ষক।

- Advertisement -

এদিকে, সোমবারের পরীক্ষা রবিবারে নেওয়ার কারণে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের প্রশ্নটি আশপাশের কয়েকটি বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রের হাতে চলে অাসে যায়।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইকবাল মনসুর গণমাধ্যমকে জানান, ‘ঘটনাটি বিব্রতকর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লেটেস্টবিডিনিউজ.কম/পি

- Advertisement -