Home ঢাকা বিভাগ কিশোরগঞ্জ কটিয়াদীতে পিকআপভ্যানের চাপায় নিহত ১

কটিয়াদীতে পিকআপভ্যানের চাপায় নিহত ১

- Advertisement -

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের চাপায় জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার দড়িচরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত জয়নাল আবেদীন কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে এবং স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। এসময় একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

- Advertisement -