Home চট্টগ্রাম বিভাগ খাগড়াছড়ি খাগড়াছড়ির বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত ১

খাগড়াছড়ির বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত ১

- Advertisement -

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাথর বোঝাই ট্রাক বেইলী ব্রীজের পাটাতন ভেঙে চেঙ্গী নদীতে পড়ে গেছে।

শনিবার সকাল ১০টার সময় মহালছড়ির মুবাছড়ি যাওয়ার পথে ফিসারি ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

- Advertisement -

এতে মো. মোমিনুল হক নামে এক শ্রমিক নিখোঁজের পাঁচ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

মহালছড়ি থানার ওসি নূরে আলম জানান, পাথর বোঝাই ট্রাকটি মুবাছড়ি এলাকায় যাচ্ছিল। ফিসারি ঘাট এলাকার বেইলী ব্রীজ পার হওয়ার সময় পাটাতন ভেঙ্গে গিয়ে চেঙ্গী নদীতে পড়ে যায়। এ সময় চালকসহ ট্রাকে পাঁচজন লোক ছিল। চারজন তীরে ফিরতে পারলেও একজন নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে অন্তত ৫ ঘন্টা পর উদ্ধার করে।

এদিকে ঘটনার পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মোসতাক আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন ঊমি ঘটনাস্থলর্ পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়ঃ ১৮১৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -