কুষ্টিয়ার বারোদাগায় গাঁজা বাগানে অভিযান, আটক ১

কুষ্টিয়ার বারোদাগ এলাকার একটি স্থানে কলা গাছে ঘেরা চারপাশ, মাঝখানে চলছিল গাঁজার আবাদ। স্থানীয় প্রশাসন অবশেষে ওই গাজা বাগানে অভিযান চালিয়েছে, আটক করেছে জমির মালিককে। এ ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ এলাকায়। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, হার্ডিঞ্জ সেতুর ভেড়ামারা প্রান্তের পূর্ব পাশে চারদিকে কলাগাছে ঘেরা একটি জমিতে গাঁজা চাষ করা হয়েছে এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় ওই জমিতে লাগানো ৫৫টি গাঁজা গাছ কেটে ফেলা হয়। তিনি জানান, গাছগুলো প্রায় আট মাস আগে লাগানো হয়েছিল। ঘটনায় আটক করা হয়েছে জমির মালিক রকিব প্রামাণিককে। তিনি বারোদাগ গ্রামের আহাদ আলী প্রামানিকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, ঘটনার সাথে আর কেউ জড়িত থাকলে তাকেও আটক করা হবে।