Home ভারত ট্রেনের শৌচাগারে সন্তানপ্রসব তরুণীর

ট্রেনের শৌচাগারে সন্তানপ্রসব তরুণীর

- Advertisement -

চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তান জন্ম দিলেন ভারতীয় এক তরুণী। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত ট্রেনেই প্রসব বেদনা ওঠে অন্তঃসত্ত্বার। স্ত্রীকে ওই অবস্থায় দেখে, সহযাত্রীদের কাছে সাহায্যের আকুতি জানান স্বামী। ভাগ্যক্রমে এক ডাক্তারও ছিলেন ওই রেলযাত্রীদের মধ্যে। খবর পেয়ে চেলে আসে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

- Advertisement -

ট্রেন থামিয়ে দেওয়া হয় চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ভালুলতা স্টেশনে। শেষপর্যন্ত সবার সহযোগিতায় দূরপাল্লার ওই ট্রেনের শৌচাগারে সন্তানের জন্ম দেন প্রসূতি।

রেলপুলিশ জানায়,ওই প্রসূতির নাম দেবিকা (২৩)। পরে দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। মা ও সন্তন দু-জনেই সুস্থ রয়েছে।

- Advertisement -