এএসপি আনিসুল করিম হত্যা: মাইন্ড এইডের পরিচালক ফাতেমা চারদিনের রিমান্ডে

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ‘জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামি ফাতেমাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতকে ফাতেমা খাতুনের অসুস্থ হওয়া বিষয়টি অবহিত করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে ফাতেমা খাতুনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে হাজির করতে নির্দেশ দেন আদালত।

এর আগে ১০ নভেম্বর একই মামলায় গ্রেপ্তার ১০ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিন আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে তিন আসামি পলাতক রয়েছে। তারা হলেন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাখাওয়াত হাসেন ও সাজ্জাদ আমিন।